একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

সঠিক উত্তর: ৮০ মিটার
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ x মিটার ∴ ক্ষেত্রফল = x × ৩x = ৩x² বর্গমিটার সুতরাং ৩x² = ৩০০ বা ,x² = ১০০ বা ,x = ১০ ∴প্রস্থ = ১০মিটার এবং দৈর্ঘ্য = ৩ x ১০ = ৩০ মিটার ∴ পরিসীমা = ২(৩০ + ১০) মিটার = ৮০ মিটার।