কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?

সঠিক উত্তর: ২৫ বছর
কালাম ও 4 পুত্রের বয়সের গড় = 20 বছর কালাম ও 4 পুত্রের বয়সের সমষ্টি = (5*20) বছর = 100 বছর 4 পুত্রের বয়সের সমষ্টি = (কালাম ও 4 পুত্রের বয়সের সমষ্টি - কালামের বয়স ) = 100 - 40 বছর = 60 বছর কালামের স্ত্রী ও 4 পুত্রের বয়সের গড় = 17 বছর কালামের স্ত্রী ও 4 পুত্রের বয়সের সমষ্টি = (17*5) বছর = 85 বছর কালামের স্ত্রীর বয়স = (কালামের স্ত্রী ও 4 পুত্রের বয়সের সমষ্টি - 4 পুত্রের বয়সের সমস্টি) = 85 - 60 বছর = 25 বছর