দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?

সঠিক উত্তর: ১৫ : ২
ধরি, পুত্রের বয়স x বছর ∴ পিতার বয়স (x + ২৬) বছর দুই বছর আগে পুত্রের বয়স (x - ২৬) বছর " " " " " (x + ২৬ - ২) " শর্তমতে, ১৪ (x - ২) = x + ২৬ - ২ = > ১৪x - ২৮ = x + ২৪ = > ১৪x - x = ২৪ + ২৮ = > ১৩x = ৫২ ∴ x = ৪ ∴ পিতার বয়স (৪ + ২৬) = ৩০ বছর [x এর মান বসিয়ে] ∴ পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৩০ঃ৪ = ১৫ঃ২