শেয়ার করুন বন্ধুর সাথে

ময়দা ১ কাপ সুজি ১/৪ কাপ তালমাখনা ১ চা চামচ লবন ১/২ চা চামচ পানি ১/২ কাপ তেল ভাজার জন্য প্রণালীঃ তেল বাদে সব উপকরণ একসাথে মেখে একটু শক্ত ডো বানিয়ে ১৫/২০ মিনিট ঢেকে রাখতে হবে , তারপর রুটির মত বেলে ছোটো গোল গোল করে কেটে নিতে হবে , রুটি গুলো পাতলা হবে না। ফুচকা গুলো গরম ডুবো তেলে মাঝারি আচে মচমচে করে ভেজে নিতে হবে। ফুচকা ভাজার সময় যখন গরম তেলে দেয়া হবে ফুচকা একটু চেপে ধরতে হবে তাহলে ফুলে উঠবে। পুরের জন্যঃ ডাবলি/ বুট সেদ্ধ ১ কাপ আলু সেদ্ধ ছোটো টুকরা করা ১ টি ধনে পাতা কুচি পেয়াজ ও কাচামরিচ কুচি শসা কুচি ডিম সিদ্ধ কুচি ১ টি চটপটি মশলা পরিমান মত সব উপকরন একসাথে দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন ফুচকার মাঝে একটু ভেঙ্গে পুর দিতে হবে, তেতুল এর টক দিয়ে পরিবেশন করতে হবে। তেতুল টক এর জন্যঃ তেতুল এর কাথ ১/৪ কাপ টক দই ২ টেবিল চামচ চিনি বিট লবন লবন ভাজা জিরার গুড়া পরিমান মত পানি দিয়ে টক বানাতে হবে ,লাল শুকনা মরিচ ভাঙ্গা (ইচ্ছা ) দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

image

উপকরণঃ
► ময়দা ২ কাপ,
► পেঁয়াজ কুচি পরিমাণমতো,
► তালমাখনা ১ চা চামচ (তালমাখনা না চিনলে আপনার নিকটবর্তী কাঁচা বাজারের মসলার দোকানে খোঁজ করুন )
► ধনেপাতা কুচি পরিমাণমতো,
► টকদই ১ টেবিল চামচ,
► কাঁচামরিচ কুচি পরিমাণমতো,
► সুজি আধাকাপ,
► লবণ পরিমাণমতো,
► ডাবলি ছোলা সেদ্ধ পরিমাণমতো,
► আলু সেদ্ধ ডাবলি ছোলার অর্ধেক।
টক তৈরির উপকরণ ও প্রণালীঃ
► তেঁতুলের ক্বাথ ১ কাপ,
► দই সিকি কাপ,
► বোম্বাই মরিচ বাটা আধা চা চামচ,
► এলাচ কয়েকটি,
► লেবুর রস ২ টেবিল চামচ এবং পরিমাণমতো বিট লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ