ক্রিকেট
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আউট স্যুইং বলের বৈশিষ্ট্য হলো বল লেগ স্টাম্পের সামান্য বাইরে পরে দ্রুত উইকেটের দিকে ছুটে যায়।এই বলের গ্রিপে সেলাই তর্জনী ও মধ্যমা আঙ্গুলের মাঝে থাকে।বুড়ো আঙ্গুল,কনিষ্টা ও অনামিকা আঙ্গুলের গোড়ায় বলটি ধরতে হবে।বলটি এভাবে ধরার উদ্দেশ্য হলো বলের ডেলিভারির সময় বলের সেলাই অফ স্লিপের দিকে মুখ তরে থাকে।ডেলিভারির সময় ডান হাত অনেক উপরে এবং বাম হাত স্বাভাবিক ভাবে নিচের দিকে রাখতে হবে। ফাস্ট বোলিং আউট স্যুইং: বলের গ্রিপ ইন স্যুইং বলের মতো তর্জনী ও মধ্যমা দিয়ে বলের সেলাইকে মাঝে রেখে ধরতে হয় এবং বলের নিচে অন্য ৩টি আঙ্গুল থাকে ।তবে বলের ডেলিভারির সময় বলের সেলাই প্রথম স্লিপের ফিল্ডারের দিকে মুখ করে।