কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ুন। অবশ্যই আপনি একজন মহান মানুষ হয়ে বেঁচে থাকবেন।

সেই মহৎ ব্যাক্তি যে নিজের জন্যে নয়, অপরের জন্যে বাঁচে । যে মানুষসহ সকল প্রজাতির জীবকেই ভালবাসতে পারে । আপনি অসহায়কে সাহায্য করুন । আপনার ধর্মীয় বিধিবিধান মেনে চলুন । হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা থেকে নিজেকে দূরে রাখুন । এভাবেই আপনি মহৎ ব্যাক্তি হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবেন ।

Call
আপনার মহান ব্যক্তি ও জনপ্রিয় হয়ে বেঁচে থাকতে পারেন -
  1. আপনি প্রথমে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারেন। তবে আপনাকে অবশ্যই সে শিক্ষার বহিঃপ্রকাশ করতে হবে।
  2. মানুষকে ভালোবাসতে শিখুন।
  3. মানুষের বিপদে সাহায্য করার চেষ্টা করুন।
  4. যা করবেন সব কিছু সততার মাধ্যমে করুন ।
  5. মানুষের বিশ্বাস রাখতে চেষ্টা করুন।
  6. গুনী জনদের বই পড়ুন এতে আপনার জীবন পরিচালনা করতে সাহায্য করবে।
  7. বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ুন এবং তাদের মত জীবন পরিচালনা করার চেষ্টা করুন।