নারী কোয়েলের বুকের পশমে কালো ক আর পুরুষ কোয়ের কোন ফোটা থাকেনা। খাবারের নিয়ম কি ভাবে খাবাবেন দেখেন।১ খাঁচায় খাদ্য ও পানির পাত্র থাকতে হবে। আমাদের দেশে সাধারণত তুষ, বালি, ছাই, কাঠের গুঁড়া এসব দিয়ে কোয়েলের মেঝের লিটার তৈরি করা হয়। অবস্থা দেখে কোয়েলের এ লিটার পরিবর্তন করতে হবে, যাতে কোনোভাবেই পরিবেশ অস্বাস্থ্যকর না হয়। প্রথমেই পাঁচ থেকে ছয় ইঞ্চি পুরু তুষ বিছিয়ে লিটার তৈরি করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন লিটার ভেজা না হয়। পাখিকে শুষ্ক গুঁড়া/ম্যাশ ফিড প্রদান করতে হবে। চার সপ্তাহ পর্যন্ত প্রতিটি কোয়েলকে দিনে চার গ্রাম করে খাদ্য খায়। পঞ্চম সপ্তাহ বয়স থেকে দৈনিক প্রতিটি কোয়েল ২০ থেকে ২৫ গ্রাম খাদ্য খায়। একটি কোয়েলের বছরে খাদ্য লাগে আট কেজি। এদের খাদ্য রূপানর হার ৩:১। স্বাস্থ্যসেবাঃ খাদ্যের সঙ্গে সব সময় ০.২৫ ভাগ ভিটামিন মিনারেল প্রিমিঙ্ জিএস এবং ডিম পাড়াকালে ভিটামিন মিনারেল প্রিমিঙ্ এল দিতে হবে। প্রতি ১০০ কেজি খাদ্যে ২০০ মিলিমিটার করে প্রোপিয়নিক এসিড মেশাতে হবে। গরমের সময় প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে স্যালাইন এবং বেশি বৃষ্টির সময়ে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে কসুমিঙ্ প্লাস দিতে হবে। এই ভাবে খাবে।

Call

নারী কোয়েলের বুকের পশমে কালো  কালো ফোটা থাকে। আর পুরুষ কোয়ের  কোন ফোটা থাকেনা।।

নতুন কিনে এনেছেন হয়তো তাই খাচ্ছেনা।

তবে আপনি বিক্রেতার সাথে কথা বলে জেনে নিন ইতিপূর্বে তিনি কোয়েলগুলোকে কি খাবার খাইয়েছিলেন।সেই খাবার এ দিন।

আর যদি পাখিগুলো অসুস্থ হয়,তবে না খাওয়াই স্বাভাবিক।