Share with your friends
Sanjoyrand1

Call

কয়েকটি ধাপে একটি দশমিক সংখ্যার 10’s কমপ্লিমেন্ট নির্ণয় করা যায়ঃ

ধাপ – ১: দশমিক সংখ্যাটির Least সিগনিফিকেন্ট বা ডান পার্শ্বস্থ ডিজিটসমূহে শূণ্য থাকলে উক্ত শূণ্যসমূহকে অপরিবর্তিত বসাতে হবে, আর ডান দিক হতে সর্ব প্রথম শূণ্য ভিন্ন যে অংক পাওয়া যাবে উক্ত অংককে 10 হতে বিয়োগ করে বিয়োগ ফল সর্ব ডানে লিখতে হবে। উল্লেক্ষ্য যে বিয়োগ করার সময় ক্যারি উপেক্ষা করতে হবে।

ধাপ – ২: এর পরবর্তী প্রত্যেকটি ডিজিটকে 9 হতে বিয়োগ করে বিয়োগ ফল পূর্ববর্তী ফলাফলের বামে লিখতে হবে। এভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করতে হবে। তাহলে দশমিক সংখ্যার 10’s কমপ্লিমেন্ট নির্ণয় করা যাবে।

নিচের চিত্রটির উদাহরণ (ক) এবং (খ) লক্ষ্যণীয়ঃ

দশমিক সংখ্যার পূরক

দশমিক সংখ্যার পূরক

উপরোক্ত পদ্ধতিটিকে সূত্রের বিকল্প সহজতর পদ্ধতি বলা যেতে পারে।