Call

এটা একটা চক্রকার পদ্ধতি।গাছের বীজ প্রথমে মাটি থেকে পুষ্টি আর পানি পেয়।এরপর এর অঙ্কুরোদগম ঘটে।তারপর চারা তৈরি হয়।সেই চারা আবার পুষ্টি আর পানি নিয়ে বড় গাছে পরিণত হতে থাকে।মানুষ বা অন্যান্য সব প্রাণি এই উদ্ভিদ বা উদ্ভিদজাত খাদ্য খায়।উদ্ভিদ থেকে পুষ্টি প্রাণীর দেহে স্হানান্তরিত হয়।যেটা খাদ্যজালের প্রক্রিয়া।এভাবে সবকিছুর সমন্বয়ে আমাদের জীবকূল বেচে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ