Unknown

Call

imo, Whatsapp, tango ইত্যাদি এগুলো দিয়ে আপনি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে পারবেন না। আর যে চুরি করেছে সে যত দ্রুত সম্ভব মোবাইল রিসেট দিয়ে দিবে। চুরি যাওয়া মোবাইলে যদি প্যাটার্ন/পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনাকে একটা পরামর্শ দিতে পারি, বাড়ির পরিচিত কাউকে বলুন আশেপাশের মোবাইল সার্ভিসিং সেন্টারে এই খোঁজ নিতে যে কেউকি উক্ত মোবাইলটা ফ্লাশ দিতে এনেছিল কিনা? চোরকে কিন্ত অবশ্যই পাসওয়ার্ড ভাঙ্গতে ফ্লাশ দিতেই হবে, নাহলে সে এটা না পারবে বিক্রি করতে না পারবে ব্যাবহার করতে। অবশ্য চোরের যদি হার্ড-রিসেট সম্পর্কে জানা থাকে তাহলে No hope!!!