শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতাঃ ১।যে কোন বিষয়ে চারবছর মেয়াদি স্মাতক ডিগ্রীধারি হতে হবে,আর তিন বছর মেয়াদি স্মাতকের ক্ষেত্রে স্মাতকোত্তর পাশ হতে হবে। ২।শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহনযোগ্য নয়। ৩।বয়স ৩০এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে।