শেয়ার করুন বন্ধুর সাথে

তওবা কবুল হওয়ার শর্ত চারটি। ১ম টি হচ্ছে, পাপ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে নেওয়া। দুই নম্বর হচ্ছে, যেসব গুনাহ করা হয়েছে, সেগুলোর ওপর অনুতপ্ত হওয়া। কেউ কেউ বলেছেন, এটাই হচ্ছে তওবার মূল। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরের মধ্যে অপরাধবোধ জাগ্রত না হবে, উপলব্ধি না করবে, ততক্ষণ পর্যন্ত সেটা তওবা হয় না। এটা তওবা হতে পারে না। এ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর বিষয় হচ্ছে, পাপাচারের কারণে যেসব আমল আপনি করতে পারেননি, সেগুলোর দিকে অগ্রসর হওয়া। বেশি বেশি করে সেগুলো করা। যেমন : আপনি সালাত আদায় করেন নাই। এখন বেশি বেশি করে সালাত আদায় করা। চার নম্বর শর্তটি হচ্ছে, অন্যের হক আদায় না করা হলে সেটি করে দেওয়া। তাছাড়া হালাল উপার্জন করা। হারাম বস্তু ভক্ষন করলে কোন ইবাদতই কবুল হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ