Share with your friends

চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রথমে বলি Seo কি? ইংরেজী Search engine optimization এর সংক্ষিপ্ত শব্দ হলো এসইও। কোনো কোম্পানির পরিচয় তুলে ধরতে, তাদের পন্য সামগ্রী মানুষের কাছে তুলে ধরতে, ব্যাক্তিগত পরিচয়, কাজের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যার সমাধান মানুষের কাছে পৌছানোর জন্য ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে ইন্টারনেটের সাহায্যে গুগলে সাবমিট করে সেটিকে সবার সামনে নিয়ে আসাকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেন। অর্থাৎ গুগলে যা কিছুই প্রকাশ করেননা কেনো সেটিকে এসইও না করলে কখনোই মানুষের কাছে পৌছবে না। কিভাবে এসইও করে প্রথমে আপনাকে ঠিক করতে হবে কি বিষয়ের উপর আপনি নিজেকে বা আপনার কোম্পানিকে প্রকাশ করতে চাচ্ছেন। তারপর সেই বিষয়ের উপর নির্দিষ্ট একটি কিওয়ার্ড বাছাই করে সেটির উপর বিভিন্ন আর্টিকেল লিখে প্রকাশ করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে মানুষ কি বিষয়ের উপর বেশি আগ্রহী, গুগলে যে বিষয়গুলো নিয়ে বেশি সার্চ করা হয় সেই বিষয়গুলোর উপর আপনাকে প্রাধান্য দিতে হবে। এখানে সার্চ ভলিউম, কম্পিটিশন, সিপিসি ইত্যাদি বিষয়ের উপর লক্ষ রেখে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এসইও নিয়ে কিছুদিন আগে আমার ব্লগে একটি আর্টিকেল লিখেছিলাম। আপনি চাইলে সম্পূর্ন লেখাটি পড়ে আসতে পারেন। এখানে বিস্তারিত বলার সুযোগ নেই। ব্লগিং, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং, অনলাইন আয় সহ কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে আমার ব্লগে লিখে থাকি। কিছু জানার বা বুঝার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App