শেয়ার করুন বন্ধুর সাথে

১) রীতি: রীতি একটি বিশেষ্য পদ । এর অর্থ-প্রণালী, পদ্ধতি, নিয়ম, প্রথা, প্রকৃতি, স্বভাব, ধারা ইত্যাদি। এর ইংরেজি প্রতিশব্দ method . আর নীতি হলো: একটি বিশেষ্য পদ। এর বাংলা অর্থ- কর্তব্য নির্ধারণের উপায়, নেই সংগত বিধান। ইংরেজি প্রতিশব্দ-ethics, principle etc. ক)  রীতি ও নীতির অর্থ প্রায় একই হলেওরীতি বলতে আমরা বুঝি সমাজে প্রচলিত নিয়ম বা পদ্ধতিকে।   খ)    নীতি বলতে বোঝায় ব্যক্তি কেন্দ্রিক নৈতিকতাকে।   গ)  রীতি সমাজ ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত হলেও নীতি ব্যক্তিবিশেষের সাথে সরাসরি সম্পর্কযুক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ