ভাই, আপনার মনে কি ভাবে আর কি ভাবে না সেটা কেউ বলতে পারবেনা মনের খবরের মালিক এমাত্র আল্লাহ তয়ালা। আপনি সত্যকে ঢাকার জন্য অন্যকে একটি মিথ্যা কথা বললেন। সেই ব্যক্তি কিন্তু আপনার কথায় সঠিক বলে ধরে নেবে। অথচ সেখানে একমাত্র আপনি জানলেন যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ....