শেয়ার করুন বন্ধুর সাথে

হালাল ও হারামের পার্থক্য ১। বস্তুর ক্ষেত্রে মূলনীতি হলো অবৈধ হিসেবে প্রমাণিত না হলে সব কিছুই বৈধ: জগতের বুকে সকল সৃষ্টিজীব,সৃষ্টি,আবিষ্কার, উদ্ভাবন, আসবাব মূলগত বৈধ। জগতের সব নির্মাণ হয় বৈধতার ওপর যতক্ষণ পর্যন্ত কোন সৃষ্টিকে অবৈধ হিসেবে প্রমাণিত না করা যাবে, তাহলে সেটা বৈধ থাকবে। ২। হালাল ও হারাম নির্ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহর: জগতে আল্লাহর সৃষ্টি। বিধান তাঁর । সৃষ্টির ভালো মন্দ জানেন তিনি। তিনি সবকিছুতে পরিপূর্ণ জ্ঞান রাখেন। ধরার কোন বস্তু হালাল আর কোন বস্তু হারাম, তা নির্ধারণ করবে একমাত্র আল্লাহ। কোনো মানুষ হালাল ও হারামের নির্ধারক নন, হালালের নির্ধারক নন। কোনো যুক্তি বা কবিতা করে কোনো বিষয়কে হালাল বা হারাম করা যাবে না ।শরীয়তে যেভাবে হালাল হারাম নির্ধারণ করেছেন এ নীতির আলোকে পৃথিবী চলবে। ৩। হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করা শিরকতুল্য অপরাধ: জগতের বিধি বিধান নির্ধারণ করেছেন পৃথিবীর অধিশ্বর। মানুষের কথা ভেবে তিনি দিয়েছেন মানব উপকারী বিধান মানুষের কল্যাণ উৎসর্গ করেছেন ধরার সব। বাকিটুকু মন্তব্য.......