শেয়ার করুন বন্ধুর সাথে

স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ স্টেপ আপ ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করে। মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে। সাধারণত দূর দূরান্তে তড়িৎ প্রেরণের সময় এ ধরণের ট্রান্সফরমার ব্যবহৃত হয়। স্টেপ ডাউন ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করে। মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে। বাসা বাড়িসহ যেখানে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ