শেয়ার করুন বন্ধুর সাথে

দূষিত পানির ক্ষতিকর দিকগুলো হলো— i.দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা যায়। i i. দূষিত পানি পান করলে পেটের পীড়া ও চর্মরোগ দেখা দিতে পারে। i i i. পানিদূষণের ফলে পুকুর, নদী বা জলাশয়ের মাছসহ অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে। iv. জলজ খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে। i.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ