শেয়ার করুন বন্ধুর সাথে

রসায়ন বিজ্ঞানে প্রত্যেকটা মৌলের নির্দিষ্ট পারমাণবিক ভর বিদ্যামান আছে।  রসায়নের বিভিন্ন গণনায় পরমাণুর ভরসমূহের অনেক প্রয়োজনীয়তা রয়েছে।  ১. পরমাণুর ভরসমূহের মাধ্যমে  কোন যৌগের শতকরা সংযুতি নির্ণয় করা যায়।  ২. পরমাণুর ভর ব্যবহার করে আণবিক ভর নির্ণয় করা যায়।  ৩. এর সাহায্যে কোন বস্তুর পরিমাণযোগ্য ধারণা লাভ করা যায়।  ৪. পারমানবিক ভর জানা থাকলে একটি পরমাণুর ভরের মাধ্যমে অপর পরমাণুর ভর নির্ণয় করা যায়।  ৫. রসায়নের বিভিন্ন পরীক্ষামূলক কাজের জন্য পরমাণুর ভরের প্রয়োজন হয়।  ৬. আধুনিক রসায়নে কোন মৌলের পরমাণুর ভর নির্ণয় করার জন্য কার্বন -12 আইসোটোপের পরমাণুর ভরকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়।  ৭. পারমাণবিক ভর থেকে কতগুলো মৌলের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা লাভ করা যায়।  ৮. পরমাণুর ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক   ইত্যাদি নির্ধারণ করা যায়।  তাই রাসায়নিক গণনায় পরমাণুর ভরের প্রয়োজনীয়তা অপরিসীম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ