শেয়ার করুন বন্ধুর সাথে

হান্টিংটন ডিজিজের লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে 3টি মূল ক্ষেত্র রয়েছে: হাঁটাচলার রোগ। অনৈচ্ছিক হেঁচকা। পেশীতে সমস্যা। চলাফেরা, অঙ্গবিন্যাস এবং ভারসাম্যে সমস্যা। উক্তির শারীরিক উৎপাদন এবং গ্রাস করতে অসুবিধা (আরও পড়ুন: গ্রাস করার সমস্যার চিকিৎসা)। জ্ঞানীয় (চিন্তাভাবনার) ব্যাধি। সঠিকভাবে চিন্তা করার এবং কোন কাজে মনোযোগ দেওয়ার অসুবিধা। একজনের নিজের আচরণ এবং ক্ষমতার সচেতনতার অভাব। হোঁচট খাওয়া। নতুন তথ্যকে মেনে নিতে অসুবিধা হওয়া। মানসিক ব্যাধি। বিরক্তি ভাব। ঘুমোতে সমস্যা। সমাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ঘন ঘন মৃত্যু বা আত্মহত্যার চিন্তা করা। এইচডি দৈনিক কাজকর্মের জন্য নির্ভরশীল করে তোলে যা শেষমেশ মৃত্যুতে গিয়ে শেষ হয়। মৃত্যুর বিশিষ্ট কারণ হল নিউমোনিয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ