শেয়ার করুন বন্ধুর সাথে

বেশিরভাগ ক্ষেত্রে, মায়োকার্ডিটিস কোন উপসর্গ সৃষ্টি করে না এবং এটি অনির্ণীত থেকে যায়। যাইহোক যদি একজন ব্যক্তি মায়োকার্ডিটিসের উপসর্গ অনুভব করেন, তাহলে নিম্নোক্ত নির্ণয়বিধি গ্রহন করা হয়: ইলেক্ট্রোকার্ডিওগ্রামঃ হৃদপিণ্ডের তরঙ্গজনিত কার্যকলাপ পরীক্ষা। ইকোকার্ডিওগ্রাম: হৃদপিণ্ডের ইমেজ বা প্রতিবিম্ব প্রস্তুত করা হয় এবং রক্ত চলাচল পরীক্ষা করা হয়। বুকের এক্স-রে: হৃদপিণ্ডের ও ফুসফুসের গঠন পরীক্ষা করে দেখা যে কোন গঠনগত তারতম্য আছে কিনা। কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এমআরআই): হৃদপিণ্ডের ইমেজ বা প্রতিবিম্ব পরীক্ষা। হদপিণ্ডের বায়োপসি: নির্ণয় নিশ্চিত করার জন্য মাঝে মাঝে এটি সম্পাদন করা হয়। নিম্নোক্ত চিকিৎসা পদ্ধতিগুলি সাধারণত প্রয়োগ করা হয় মায়োকার্ডিটিসে। হার্ট ফেলিওর বা হৃদস্পন্দন বন্ধ হওয়ার চিকিৎসা করতে ওষুধের ব্যবহার। স্বল্প-নুনযুক্ত খাদ্য গ্রহণ। বিশ্রাম নেওয়া। প্রদাহ কমাতে স্টেরয়েডের ব্যবহার। মায়োকার্ডিটিসে আক্রান্ত ব্যক্তির মানসিক সহযোগিতার জন্য কাউন্সেলিং করানো জরুরী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ