শেয়ার করুন বন্ধুর সাথে

ব্রেন হ্যামারেজ বিভিন্ন কারণে ঘটতে পারে: মস্তিষ্কে মানসিক আঘাত অথবা জখম মস্তিষ্কের ধমনী দুর্বল হওয়া অথবা ফেটে যাওয়া প্লেটলেটের অভাবের মত রক্তপাতের রোগ সিরোসিসের মতো যকৃৎয়ের রোগ উচ্চ-রক্তচাপ ব্রেন টিউমার রক্তচাপ বৃদ্ধি ব্রেন হ্যামারেজের সবচেয়ে সাধারণ কারণ। এর ফলে মস্তিষ্কের রক্তবাহিকাগুলি ক্ষতিগ্রস্ত হয় আর তার থেকে স্ট্রোক হতে পারে। 13% স্ট্রোক এর থেকেই হয়। আঘাতের কারণে রক্ত যখন টিস্যু বা কলাকে প্রভাবিত করে, তখন তা ফোলার কারণ হয়। এটিকে সেরিব্রাল ওডেমা বলা হয়। জমা রক্ত হেমাটোমা তৈরি করে, যেটি মস্তিষ্কের কলার কাছে চাপ বাড়ায় এবং মস্তিষ্কের কোষগুলিতে অক্সিজেনের সরাবরাহ কমিয়ে দেয়। আর তার ফলে মস্তিষ্কের কোষগুলির মৃত্যু ঘটে।