শেয়ার করুন বন্ধুর সাথে

রক্তচাপ হচ্ছে এমন চাপ যা রক্তবাহী নালীগুলির (ধমনীগুলি) দেয়ালে রক্ত প্রয়োগ করে। হার্ট বা হৃৎপিণ্ডের স্পন্দনের (ধুকপুকুনি) সময় রক্তের জোরের কারণে চাপ হয়। রক্তের পাম্পিং-এর (সিস্টোলিক প্রেসার) সময় চাপ উচ্চ হয় এবং হার্টের শিথিলকরণের (ডায়াস্টোলিক প্রেসার) পর্যায়ে চাপ অপেক্ষাকৃত নিম্ন বা অল্প হয়। স্ফিগনোম্যানোমিটার বা স্ফাইগনোম্যানোমিটার নামের একটা যন্ত্র ব্যবহার করে রক্তচাপ মাপা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হল 120 (সিস্টোলিক)/80 (ডায়াস্টোলিক) mm পারদের হিসাবে। নিম্ন রক্তচাপকে হাইপোটেনশনও বলা হয় (হাইপো-নিম্ন, টেনশন-চাপ)। এটা এমন একটা অবস্থা যখন রক্তচাপ 90/60 mm পারদের হিসাবে বা আরও নীচে নেমে যায়। অধিকাংশ মানুষের ক্ষেত্রে, এটা হামেশা দেখা যায় এবং ক্ষতিকারক নয়, এমনকি অসনাক্তও থেকে যায়। কিছু মানুষের হয়তো সামান্য মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা হতে পারে, কিন্তু যদি এটা গুরুতর হয়, এটা একটা প্রাণ-সংশয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ