শেয়ার করুন বন্ধুর সাথে

বিভিন্ন ধরণের অ্যারিথমিয়ার লক্ষণ ওভারল্যাপ হতে পারে। ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে, অ্যারিথমিয়ার উপসর্গগুলো অন্তর্ভুক্ত করা হল: ডিসপ্নিয়া (নিশ্বাসের কষ্ট) মাথা ঘোরা বুকে ব্যাথা মাথায় হাল্কাভাব অনুভূতি হঠাৎ দুর্বলতা অজ্ঞান হওয়া বুকে একটা দ্রুত সংবেদন অথবা ধড়ফড় করা (প্যালপিটেসন) ব্র‍্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে, অ্যারিথমিয়ার উপসর্গগুলো অন্তর্ভুক্ত করা হল: ভেবাচেকা বুক ধড়ফড় ঘাম ঝরা ক্লান্ত ভাব ব্যাম করায় অসুবিধা নিশ্বাসের কষ্ট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ