শেয়ার করুন বন্ধুর সাথে

লুপাস হল একটি অটোইমিউন রোগ যেটি দেখা যায় যখন কোন ব্যাক্তির দেহের সুস্থ কোষ ও টিস্যু বা শরীরকলা আক্রান্ত হয় ব্যাক্তির নিজস্ব রোগ প্রতিরোধ পদ্ধতির দ্বারা,এর কারণে হৃদযন্ত্র, ফুসফুস, ত্বক, হাড়ের সন্ধি, কিডনি, রক্তবাহী শিরা-উপশিরা, এবং মস্তিষ্কের মতো শারীরিক  বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হয়। লুপাস একটি অটোইমিউন রোগ যা বিভিন্ন প্রকারের হতে পারে যেমন: সিস্টেমিক লুপাস এরিথিমেটোসাস (এসএলই)। ডিসকয়েড লুপাস। সাব-অ্যাকিউট কিউটেনিয়াস লুপাস। ওষুধ দ্বারা-প্ররোচিত লুপাস। নিওনেটাল লুপাস।