শেয়ার করুন বন্ধুর সাথে

কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে বিভিন্ন প্রকারের লেইশম্যানিয়াসিস দেখা যায়। সবচাইতে সাধারণ হল ত্বক এবং ভিসেরাল বা আন্তরয়ন্ত্রীয় (যকৃৎ এবং স্প্লিনে আক্রমণ করে)। কালো জ্বরের লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে: খিদে কমে যাওয়া। ফ্যাকাশে ভাব এবং যথেষ্ট ওজন কমে যাওয়া। দূর্বলতা। জ্বর। ত্বক - শুকনো, পাতলা এবং আঁশের মতো হয়ে যাওয়া। অ্যানিমিয়া বা রক্তাল্পতা। স্প্লেনোমেগালি - স্প্লিনের বড় হয়ে যাওয়া, সাধারণত নরম ও অ-সংবেদনশীল হওয়া। যকৃৎ- বড়- নরম, মোলায়েম তলের এবং তীক্ষ্ণ প্রান্তের হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ