শেয়ার করুন বন্ধুর সাথে

ফাঙ্গি সাধারণত বাতাস, মাটি, জল, গাছ এবং প্রাণীর মধ্যে পাওয়া যায়। ছত্রাক সংক্রমণ আমাদের প্রাকৃতিক পরিবেশেও আছে এবং গাছ এবং প্রাণীদেরও এই সংক্রমণ হয়। মানুষের এই সংক্রমণ হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আক্রমণকারী ছত্রাকদের প্রতিহত করতে পারে না। ছত্রাক সংক্রমণ কখনও কখনও শরীরের অন্য অংশে, যেখানে ছত্রাক সংক্রমণ হয়নি, সেখানে এলার্জীর মত  বিক্রিয়া ঘটাতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায় যে পায়ে ছত্রাক সংক্রমণের কারণে হাতে বা আঙুলে এলার্জীর রাশ হল, যদিও হাত বা আঙুল সংক্রামিত জায়গার সংস্পর্শে আসেনি। আমাদের এই গ্রহে প্রায় দুই মিলিয়ন ধরণের ছত্রাক পাওয়া যায় যাদের মধ্যে প্রায় 600টি অসুখের কারণ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ