শেয়ার করুন বন্ধুর সাথে

আশা ও প্রত্যাশা শব্দ দুটি আপাতদৃষ্টিতে সাদৃশ্য মনে হলেও শব্দ দুটির মাঝে বেশ পার্থক্য রয়েছে। সাধারণত একটা মানুষের আশা ভাঙা হয়, কখনো প্রত্যাশা ভাঙা হয়না। এতে মানুষ আশাহত হয়, প্রত্যাশাহত হয় না। অনেক সময় আমরা কোন কথার জোর বাড়াতেও প্রত্যাশা শব্দটি ব্যবহার করে থাকি। যেমন: আমি তোমার কাছ থেকে এটি প্রত্যাশা করিনি। চাইলেই এখানে আশা শব্দটি ব্যবহার করা যায়। কিন্তু বাক্যে জোর বাড়াতে প্রত্যাশা শব্দটি ব্যবহৃত হয়েছে। আশা শব্দটি অনায়াসেই ব্যবহার করা যায়। প্রত্যাশা সাধারণত আমরা অন্যের কাছ থেকে করি। মানে, আমরা যখন অন্যের কাছ থেকে কোন কিছুর সম্ভাবনা আশা করি তা হচ্ছে প্রত্যাশা। প্রত্যাশা শব্দটি অলিক বা কাল্পনিক ইচ্ছার সাথে জড়িত। তাই অনেক সময়ই প্রত্যাশা পূরণ হয় না। আর আশা শব্দটি কাল্পনিক বা অলিক নয়। এটি সম্ভাবনাময়। তবে আশা শব্দটি সর্বজনীন। অনেক সময় আশা অর্থে প্রত্যাশা শব্দটি ব্যবহৃত হয়। মোট কথা হচ্ছে, যে জিনিস আমরা নিজের থেকে অর্জন করতে চাই তা হলো আশা । আর যে জিনিস আমরা অন্যের কাছ থেকে অর্জন করতে চাই তা হলো প্রত্যাশা । আশা করি আপনি বুঝতে পেরেছেন :)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ