শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমত , উৎপাদন সম্ভাবনা রেখা ( PPC ) কোন সমাজের বর্তমান সম্পদ ও প্রযুক্তির প্রেক্ষিতে কোন্ দ্রব্যের সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন করা যায় তা নির্দেশ করে ।  দ্বিতীয়ত , এই রেখা ( PPC ) দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। তৃতীয়ত , একই জমিতে কি উৎপাদন করলে উৎপাদন কম হবে এবং কি উৎপাদন করলে উৎপাদন সর্বোচ্চ হবে তা এ রেখা প্রকাশ করে ।  চতুর্থত , এ রেখা থেকে সুযােগ ব্যয়ের তত্ত্ব ব্যাখ্যা করা যায় ।