শেয়ার করুন বন্ধুর সাথে

এটি নিশ্চিত যে, সুখ এবং শান্তি একে অন্যের পরিপূরক। সুখ ছাড়া যেমন শান্তি কল্পনা করা যায় না, তেমনি শান্তিতে থাকা মানেই সুখে থাকা। একজন মানুষ সুখে থাকলেই যে সে শান্তিতে আছে তার কোন নিশ্চয়তা নেই। তবে যে মানুষ শান্তিতে বসবাস করছে সে ব্যক্তি সুখী, এটি হলফ করে বলা যায়। সুতরাং সুখ এবং শান্তির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সুখ একটি বাহ্যিক বিষয় যা পরিবর্তনশীল এবং শান্তি হচ্ছে অন্তর্নিহিত বিষয় যা অপরিবর্তনীয়। মানুষ সুখী হওয়ার জন্য আরাম-আয়েশ, আনন্দ- উৎসব এবং ভোগ- বিলাস ইত্যাদি বাহ্যিক বিষয়ে মত্ত থাকতে চায় যা সাময়িক সুখ দিলেও সেই সুখ অস্থায়ী বা পরিবর্তনশীল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ