Share with your friends

Adam , Eve, দাজ্জাল ,   বিষয়ে কৌশলগত জাহিলিয়াতের ষড়যন্ত্র  ================ ➡বর্তমানে একটি জনপ্রিয় গেইম হচ্ছে Free Fire. Free Fire গেইমটিও রহস্যমুক্ত নয়।  এতেও লুকিয়ে আছে অনেক রহস্য। Free Fire এর রহস্যের শুরুটাই অবাক করার মত।  Free Fire গেইমের শুরুতে দুটি character থাকে।  Adam এবং Eve নামক দুটি character.  কেউ কি কখনো ভেবে দেখেছেন দুটি character আসলে কি mean করে??  Wikipedia তে Adam এবং Eve দিয়ে search দিলে দেখতে পারবেন Adam দ্বারা হযরত আদম(আ.) এবং Eve দ্বারা হযরত হাওয়া (আ.) কে বুঝানো হয়  এখন প্রশ্ন হচ্ছে  গেইমে কেন নবীদের mean করা হচ্ছে?  গেইমটিতে হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.) কে চরম অবমাননা করা হয়েছে।  তাছাড়া free fire গেমটিতে  গেইমের মতই ইলুমিনাতির অনেক sin-symbols রহস্যজনকভাবে দেওয়া আছে।  গেমটিতে একটি মাস্ক গিফট আকারে থাকে, যেটি এক চোখ বিশিষ্ট।  আর এক চোখ মানেই দাজ্জালের এক চোখ প্রমোট করা হয় ।  তারপর গেইমটির বিভিন্ন জায়গায় বেফোমিট এবং পেঁচার ছবি রহস্যজনকভাবে দেওয়া আছে।  শয়তানের উদ্দেশ্যে ইলুমিনাতি, ফ্রিম্যাসন নামক আরো সিক্রেট সোসাইটিরা বেফোমিট ও পেঁচার পূজা করে থাকে।  তারপর ড্রেসের মধ্যে এক চোখ দেওয়া আছে। garena logo টি উল্টালে দেখতে পারবেন 666 সংখ্যাবিশিষ্ট যেটি দাজ্জালের সাইন।  মানুষ যা দেখে তার ৩০% এর ১৫% বুঝতে পারে বাকি ১৫% মানুষের sub-conscious mind এ জমা হয়ে থাকে।  এসব গেইম দ্বারা মানুষদেরকে ট্র্যাপে ফেলা হচ্ছে।  সবকিছু স্বাভাবিক করার জন্য এসব গেইমগুলা খুব প্রভাব বিস্তার করছে।  যাতে এক চোখ বিশিষ্ট দাজ্জালকে মানুষ সহজে চিনতে না পারে।  মানুষের অগোচরে এসব sin-symbols গুলা তারা মিডিয়ার মাধ্যমে চর্তুদিকে ছড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা পদহ্মেপে ইলুমিনাতি,ফ্রিম্যাসন আরো অনেক সিক্রেট সোসাইটিগুলো প্রভাব বিস্তার করছে।  আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। অনেকেই রাগতে পারেন, না রেগে মন নরম করে ভাবুন। আপনি মুসলিম হওয়ার দাবিদার হলে মন নরম হতেই হবে। এছাড়া এর আগেও অনেক গেমস এ ইসলামের চরম অপমান করা হয়,যেমন কল অব ডিউটি সেখানে কোরানে গুলি করে তারা,কাবার দরজায় গুলি করে ভেঙে দেয়।  

Talk Doctor Online in Bissoy App

ক্লিয়ার্লি ইসলামোফোবিয়া। ইসলামবিরোধী কাজ করে নিজের মনের প্রশান্তি দেবার জন্যে এ কাজ। ইসলামের জনপ্রিয়তা ঈর্ষাজনক হয়ে দাঁড়িয়েছে। অনেকেই (ইসলামোফোবিক অমুসলিম) আছে নিজের বাপ-দাদাদের অন্ধভাবে অনুসরণ করে, সত্য-মিথ্যা, গ্রহণযোগ্যতা-অগ্রহণযোগ্যতা বাছবিচার না করেই। অনেকেই (ইসলামোফোবিক অমুসলিম) নিজ অবস্থান নিয়ে গোঁড়ামি করে। মনে করে তারা খুব ভালো লোক। তারা ইসলামকে মানতে চায় না। সুন্দর বিধানসমূহকে ঘৃণা করে। আর এর জন্যই এই জঘন্য অপপ্রয়াস। গেমে দেখানো হয়েছে অ্যাডাম চরিত্রকে। অ্যাডাম হলেন ইসলাম ধর্মে আদম। শুধু কি তা-ই? দেখানো হয়েছে এক চরিত্রের গায়ে আরবীতে আল্লাহ, মুহাম্মাদ লেখা ট্যাটু। আরেক জায়গায় কাবা শরীফে গুলি করে গুড়িয়ে দেয়া!!! ইসলামের বিরুদ্ধে কাজ করে মজা লুটার ইচ্ছা।

Talk Doctor Online in Bissoy App