শেয়ার করুন বন্ধুর সাথে

ব্যবহারিক ক্ষেত্রে ঠিক এবং সঠিক শব্দটি কে আমরা একই অর্থে ব্যবহার করে থাকলেও বাস্তবিক ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা পার্থক্য থাকা উচিত। যেমন: ঠিক শব্দটি আমরা প্রয়োগ করতে পারি কোন কিছুর পক্ষে সম্মতি জ্ঞাপন করতে, মত প্রকাশ করতে বা তার সাথে একাত্মতা ঘোষণা করতে। যেমনঃ হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। একটু মজা করলে বলা যায় যে, আমরা ওয়াজ মাহফিলে অথবা এরকম কোন জনসমাবেশ যারা শ্রোতা তাদের পক্ষ থেকে অনেক সময় বক্তার প্রতি সমর্থন জ্ঞাপন করার উদ্দেশ্যে ঠিক শব্দটি কে বলতে দেখি। অপরদিকে যদি সঠিক শব্দটি কে সংজ্ঞায়িত করতে চাই তাহলে মূলত কোন কিছুর বিশুদ্ধতা পরিমাপক অথবা সর্বোচ্চ নির্ভুল হবার অবস্থা কে নির্দেশ করে অর্থাৎ কোন কিছু পুরোপুরি সত্য বা শতভাগ নির্ভুল এমন বোঝাতে সঠিক শব্দটির প্রয়োগ দেখা যায়। মূলত এটি আমাদের ভাষার ওপর নিজের মনের ভাব ব্যক্ত করার ভিন্ন পন্থা। আক্ষরিক অর্থে ঠিক এবং সঠিক শব্দ দুটি একই অর্থ বহন করে। ইংরেজি ভাষার ২ টি শব্দ Right এবং Correct কে আমরা ঠিক এবং সঠিক এর ভাব বোঝাতে ব্যবহার করতে পারি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ