শেয়ার করুন বন্ধুর সাথে

আমার মতে জীবনের তিক্ত সত্য একটাই আর তা হল, যে কোন খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এমনকি চরম রাগের সময়ও। তবে এর ফলাফল অত্যন্ত সম্মানজনক এবং চিরস্থায়ী। তাছাড়া মানুষ যখন ধৈর্য ধারণ করে তখন সে বুঝতে পারে যে, যে ঘটনায় সে ধৈর্য ধারণ করেছে তা খুবই সামান্য একটা বিষয় ছিল এবং ধৈর্য ধরে সে সঠিক কাজটাই করেছে। সে সামান্য একটা বিষয়ে সামান্য ধৈর্য ধরেই অসামান্য মর্যাদার অধিকারী হয়েছে। আর এটা তার প্রাপ্যও। কারণ খুব সামান্য মানুষই এমনটা করতে পারে। আর যারা ধৈর্য ধারণ করে না তারা সারা ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে, সবকিছু খুইয়ে জীবন পার করেন। তার কষ্টের কোন শেষ থাকে না। ধন্যবাদ।