শেয়ার করুন বন্ধুর সাথে

সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। যেমন, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি পাঠ্যবইয়ের সেট। প্রথম দশটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণসংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর A, B, C,...........X, Y, Z দ্বারা প্রকাশ করা হয়। যেমন, 2, 4, 6 সংখ্যা তিনটির সেট A= {2, 4, 6} সেটের প্রত্যক বস্তু বা সদস্যকে সেটের উপাদান (element) বলা হয়। যেমন, B = {a, b} হলে, B সেটের উপাদান a এবং b; উপাদান প্রকাশের চিহ্ন ‘∈’ ∴ a ∈ B এবং পড়া হয়, a, B এর সদস্য (a belongs to B) b ∈ B পড়া হয় b, B এর সদস্য (b belongs to B) উপরের B সেটে c উপাদান নেই। সেট প্রকাশের পদ্ধতি (Method of describing sets) সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। যথা: (১) তালিকা পদ্ধতি এবং (২) সেট গঠন পদ্ধতি।