আমরা সবাই জানি পৃথিবী গোলাকার। আমরা যদি কোন স্থান থেকে যাত্রা শুরু করি তাহলে ঘুরে ফিরে আবার সেই স্থানেই ফিরে আসবো। কিন্তু আমরা হয়ত ভুলাই গাসে পৃথিবী সম্পুরন গোলাকার না, উত্তর ও দক্ষিন দিকে একটু চেপটা টরোলটুংগা নামক একটি জায়গা আছে যাকে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয়। এই স্থানটি ভূপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে। নরয়ের এই স্থানটি দেশটির একদম উত্তরে অবস্থিত এবং এরপর আর ভুমির কোন অস্তিত্ত নেই। অর্থাৎ এখান থেকে যদি আপনি উত্তরে যেতে থাকেন তাহলে আপনি আর ভুমির অস্তিত্ত খুঁজে পাবেন না। শুধু বরফ আর বরফ। তাই অনেকেই একে পৃথিবীর শেষ মাথা বলে থাকেন। যদিও বাস্তবিক পক্ষে পৃথিবীর শেষ মাথা বলে কোন স্থান নেই। এই স্থানে প্রতিনিয়ত হাজারো দর্শক ভির করে শুধু মাত্রও এর মনরম পরিবেশ উপভোগ করার জন্য।