শেয়ার করুন বন্ধুর সাথে

এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলি ছিল: ব্রিটিশ ভারতের দুটি নতুন অধিরাজ্য ভারত এবং পাকিস্তানের বিভাগ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট থেকে কার্যকর হবে। দুটি নতুন দেশের মধ্যে বেঙ্গল প্রেসিডেন্সি এবং পাঞ্জাব প্রদেশ (ব্রিটিশ ভারত) প্রদেশ দুটির বিভক্তকরণ। দুটি নতুন দেশের প্রত্যেকটিতে গভর্নর-জেনারেলের অফিস স্থাপন, রাজমুকুটের প্রতিনিধি হিসাবে। নতুন দুটি দেশের সম্পর্কিত গণপরিষদসমূহের উপর সম্পূর্ণ আইনসভার কর্তৃত্ব প্রদান। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে কার্যকরভাবে দেশীয় রাজ্য গুলির ওপর থেকে ব্রিটিশ আধিরাজ্যের অবসান, এবং স্বতন্ত্র থাকার বা উভয় অধিরাজ্যকে স্বীকার করার রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি প্রদান। ব্রিটিশ রাজতন্ত্র দ্বারা ভারতের সম্রাট উপাধিটি বাতিল করা (এটি পরবর্তীকালে, ২২শে জুন ১৯৪৮ সালে, রাজা ষষ্ঠ জর্জের রাজকীয় ঘোষণাপত্র দ্বারা কার্যকর করা হয়েছিল)। এই আইনে দুটি নতুন দেশের মধ্যে বিশেষত সশস্ত্র বাহিনীর বিভাজন সহ যৌথ সম্পত্তি ইত্যাদির বিভাজনেরও বিধান ছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ