শেয়ার করুন বন্ধুর সাথে

ঈমান শব্দের আভিধানিক অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত ব্যাপক । ঈমানের ছয়টি স্তম্ভ হচ্ছেঃ এক. একক ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। দুই. আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। তিন. সমস্ত আসমানী কিতাব সমূহতে বিশ্বাস। চার. সকল নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস। পাঁচ.তাক্বদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। ছয়. আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস। আল-কোরআনের সূরা-বাকারা এর দুই হতে চার আয়াতে ঈমান সম্পর্কে এই বিষয় গুলি উল্লেখ করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ