Share with your friends

ওয়েবমাস্টার টুল হচ্ছে মূলত এমন একটি টুল, যা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিন এ অপটিমাইজ করতে পারবেন। ওয়েবমাস্টার টুল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে SEO সম্পর্কে ধারনা রাখতে হবে। Google Webmaster Tool এর কাজ------ এটি আপনার সাইট বা ব্লগের নতুন কন্টেন্ট এবং সব ধরনের আপডেট দ্রুত Index করে। দেশ ভিত্তিক এবং ভাষা কেন্দ্রিকভাবে কন্টেন্ট Index করে। ব্লগের সবগুলো কন্টেন্ট মনিটরিং করে। ব্লগ কন্টেন্ট Indexing এর রিপোর্ট তৈরি করে। সাইট এর Spam এবং Malware মনিটরিং করে আপনার সাইটকে ফ্রেশ রাখে। ব্লগ কন্টেন্ট এর গুনগত মান যাচাই করে। কোন ধরনের কীওয়ার্ড ব্যবহার করে আপনার সাইটে ভিজিটর আসছে তার রিপোর্ট তৈরি করে। এছাড়াও আপনার সাইট এর বিভিন্ন সমস্যা, এবং সমস্যাগুলো কোথায়, এইগুলোর রিপোর্ট তৈরি করে।

Talk Doctor Online in Bissoy App