শেয়ার করুন বন্ধুর সাথে

গত ২১ আগস্টে দামেস্কের উপকণ্ঠে গোওতা এলাকায় রাসায়নিক হামলা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ হামলা চালাল কে? পশ্চিমা রাষ্ট্রগুলো, তুরস্ক ও আরব লীগ বলছে, হামলার জন্য দায়ী সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের লোকজন। রাশিয়া ও ইরান বলছে এর জন্য দায়ী সরকারবিরোধীরা। এ দুই রাষ্ট্রের অভিযোগ পশ্চিমাদের সিরিয়ায় হামলা চালাতে উত্সাহিত করতে বিদ্রোহী বিষাক্ত গ্যাস ছড়িয়ে অনেক মানুষের মৃত্যু ডেকে এনে, মানবিক বিপর্যয়কে প্রকট করে তুলতে চাইছে। মার্কিন গোয়েন্দারা বলছে, হামলার পর তারা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ফোনালাপ রেকর্ড করেছে এবং তা থেকে জানতে পেরেছে, ওই কর্মকর্তারা রাসায়নিক হামলা নিয়ে কথা বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও একটি রাসায়নিক অস্ত্র বিভাগকে প্রশ্ন করেছেন, এ হামলার কীভাবে হলো, তা ব্যাখ্যা করতে। যদি গোয়েন্দাদের বক্তব্য সঠিক হয়, তবে হামলার জন্য সেনাবাহিনী দায়ী, এটি সত্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ