শেয়ার করুন বন্ধুর সাথে

টেক্সটাইল ফাইবারের গুণাবলি যদি কোনাে ফাইবার কোন সম্ভাব্য টেক্সটাইল সামগ্রী হিসেবে তৈরির জন্য ব্যবহার করা হয়, তবে সেই ফাইবারের নির্দিষ্ট কতকগুলাে ভৌত ও রাসায়নিক গুণাবলি থাকার প্রয়ােজন। এ ছাড়াও ব্যবহারকারীর চাহিদার উপর টেক্সটাইল সামগ্রীর কমার্শিয়াল সফলতা নির্ভর করে। ব্যবহারকারীর চাহিদা তখনই বৃদ্ধি পাবে যখন, এটা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি অর্থাৎ সংকোচন, প্রসারণ পাক দেওয়া, এসিড অ্যালকালি বা বিভিন্ন অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট, উচ্চ তাপ, উচ্চ চাপ ইত্যাদি সহ্য করে ফিনিশড কাপড় হিসেবে আত্মপ্রকাশ করে। কাজেই প্রতিটি টেক্সটাইল ফাইবারেরই কিছু নির্দিষ্ট গুণাবলি থাকা প্রয়ােজন। একটি টেক্সটাইল ফাইবারের সম্পূর্ণ জানতে হলে, এর দৈর্ঘ্য, শক্তি, আর্দ্রতা ধারণ ক্ষমতা, ছিড়ে যাবার পূর্বে প্রসারণ, ঘনত্ব, ইলেকট্রিক্যাল গুণাবলি, এসিডে বিক্রিয়া, অ্যালকালিতে বিক্রিয়া ইত্যাদি জানতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ