শেয়ার করুন বন্ধুর সাথে

ব্যবস্থাপনার এ লেভেলটি সাধারণত প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক বা ব্যবস্থাপকগণের নেতৃত্বে সংগঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য গৃহীত, নীতি, কৌশল ও লক্ষ্য কিভাবে অর্জিত হবে তার জন্য প্রয়োজনীয় কর্ম-পরিকল্পনাকরণ, তাতে নেতৃত্বে প্রদান, পরিকল্পনা বাস্তবায়নকে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের কাজটি এ লেভেলে সম্পাদিত হয় যা পরে অপারেশনাল লেভেলে অপারেশনাল ম্যানেজার বা ম্যানেজারগণের প্রত্যক্ষ সহযোগিতায় বাস্তবায়িত ও অর্জিত হয়ে থাকে। এ লেভেলের সিদ্ধান্তগুলো সাধারণত সেমিস্ট্রাকচার্ড (Semi-Structured) হয়ে থাকে। এ পর্যায়ের ম্যানেজারের নিকট প্রতিষ্ঠানের পরিচালনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তথ্য থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের এ লেভেলের কার্যক্রম পরিচালনার জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ