শেয়ার করুন বন্ধুর সাথে

মাল্টিপ্রসেসিং বলতে দুই বা ততােধিক নির্দেশনা সমান্তরালভাবে দুই বা ততােধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ কর্তক পরিচালিত হওয়া বুঝায়। এসব সিপিইউ একই সময়ে কোন প্রােগ্রামের আলাদা আলাদা নির্দেশ পালন করে কিংবা সমপূর্ণভাবে আলাদা আলাদা প্রােগ্রামও নির্বাহ করতে পারে। মাল্টিপ্রােগ্রামিং সিস্টেমের সাথে মাল্টিপ্রসেসিং সিস্টেমের মূল পার্থক্য হলাে মাল্টিপ্রােগ্রামিং-এ একটিমাত্র প্রসেসর ব্যবহৃত হয়, আর মাল্টিপ্রসেসিং-এ একাধিক প্রসেসর ব্যবহৃত হয়। মিনি এবং মেইনফ্রেম কম্পিউটারে মাল্টিপ্রসেসিং সিস্টেম ব্যবহৃত হয়। মাল্টিপ্রসেসিং পদ্ধতিতে কাজের গতি অত্যন্ত দ্রুত হয়। এ পদ্ধতিতে একাধিক প্রসেসর ব্যবহৃত হয় বলে এর উপর বেশি নির্ভরশীল হওয়া যায়, কারণ একটি প্রসেসর খারাপ হয়ে গেলেও কাজ একেবারে বন্ধ হয়ে যায় না। শুধু কাজের গতি কমে আসে। মহাকাশযান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা এসব ক্ষেত্রে মাল্টিপ্রসেসিং সিস্টেম ব্যবহার করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ