শেয়ার করুন বন্ধুর সাথে

CISC প্রসেসর ১. সিস্ক এর পূর্ণ নাম Complex Instruction Set Computing. ২ এর ইনস্ট্রাকশন সংখ্যা রিস্কর তুলনায় কম। ৩. একটি একক ইনস্ট্রাকশন নির্বাহের ক্ষেত্রে এ প্রসেসর বেশি সময় নেয়। ৪. এসেম্বলি ভাষায় প্রোগামিং এর জন্য এ প্রসেসর বেশি উপযোগী। ৫. এড্রেসিং মোডেল সংখ্যা বেশি। ৬. এ প্রসেসরে রেজিস্টারের সংখ্যা তুলনামূলক কম থাকে। ৭. পাইপলাইনিং কৌশলের জন্য সিস্ক উপযোগী নয়। ৮. এ প্রসেসরে কম্পাইলারের জটিলতা কমানো হয়। RISC প্রসেসর ১. RISC এর পূর্ণ নাম Reduced Instruction Set Computer. ২. এর ইনস্ট্রাকশন সংখ্যা সিস্কের তুলনায় বেশি। ৩. একটি একক ইনস্ট্রাকশন নির্বাহ করতে এ প্রসেসর অপেক্ষাকৃত কম সময় নেয়। ৪. উচ্চতর ভাষায় প্রোগামিং এর জন্য এ প্রসেসর বেশি উপযোগী। ৫. এড্রেসিং মোডেল সংখ্যা কম। ৬. এ প্রসেসরে রেজিস্টারের সংখ্যা তুলনামূলক বেশি থাকে। ৭. পাইপলাইনিং কৌশলের জন্য রিস্ক অত্যন্ত উপযোগী। ৮. এ প্রসেসরের হার্ডওয়্যারের জটিলতা কমানো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ