কম্পিউটার পাওয়ার অন করলে Display আসার পর Hang হয়ে যায়। এ সমস্যা থেকে সমাধান পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন– প্রথম ধাপ: কম্পিউটারের পাওয়ার অফ করুন এবং কেসিংয়ের একপাশে খুলে হার্ডডিস্ক, সিডিরম কিংবা ডিভিডি এর সাথে সংযুক্ত ডাটা ক্যাবল এবং পাওয়ার ক্যাবলগুলো সাবধানে খুলে ফেলুন এবং এগুলো পর্যায়ক্রমে নিজ নিজ স্থানে যথাযথভাবে সংযোজন দিয়ে পুনরায় কম্পিউটার চালু করে দেখুন। যদি সমস্যা থেকে যায় তাহলে দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপ: মাদারবোর্ড থেকে RAM processor, Power supply connection প্রত্যেকটি আলাদাভাবে পরীক্ষা করে দেখুন কোনো সমস্যা কিংবা ক্যাবল কানেকশনের সংযোগস্থলে লুজ আছে কিনা? এরপরও যদি একই সমস্যা থাকে তাহলে তৃতীয় ধাপে যাই। তৃতীয় ধাপ: মাদারবোর্ডটিকে অন্য একটি ভাল কম্পিউটারের সাথে লাগিয়ে চালিয়ে পরীক্ষা করে দেখুন মাদারবোর্ডটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মাদারবোর্ড বদলিয়ে ফেলতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করালে ভালো হয়