শেয়ার করুন বন্ধুর সাথে

বন্ড হলো এক ধরনের ঋণপত্র যা বিক্রি করে সরকার অথবা কোনো প্রতিষ্ঠান জনগণের নিকট থেকে তহবিল অথবা ঋণ গ্রহণ করে। বন্ডের ক্রেতা প্রতি বছর সুদের মাধ্যমে আয় উপার্জন করে। বন্ডের মালিক নগদ অর্থের প্রয়োজন হলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট তা বিক্রি করতে পারে। বন্ডের গায়ে যে মূল্য থাকে তাকে এর লিখিত মূল্য বলে। কিন্তু বাজারে এর বিনিময় মূল্য অথবা দাম লিখিত মূল্য থেকে কম বা বেশি হতে পারে। বন্ডের বিনিময় মূল্য এর গায়ে লিখিত মূল্য অপেক্ষা বেশি হলে বন্ডের মালিক মূলধনী লাভ করবে। বিপরীত অবস্থায় মূলধনী লোকসানের সম্মুখীন হবে। সুতরাং বলা যায়, সরকার কিংবা কোম্পানির মূলধন সংগ্রহের জন্য যে বাজারে বন্ডের ক্রয়-বিক্রয় হয় তাকে বন্ড মার্কেট বলে। শেয়ার বাজারে কোম্পানিগুলো মূলধন সংগ্রহের জন্য শেয়ার ইস্যু করতে পারে। কিন্তু বন্ড মার্কেট কোম্পানি ছাড়াও সরকার বন্ডের প্রচলন করতে পারে। সাধারণত শেয়ারের গায়ে শেয়ারের মূল্যমান লেখা থাকে কিন্তু মুনাফার হার লেখা থাকে না। কিন্তু বন্ডের লিখিত মূল্য ছাড়াও অনেক ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকে। বন্ড মূলত সুদ ভিত্তিক ব্যবসায় কিন্তু শেয়ার মুনাফা ভিত্তিক ব্যবসায় হিসেবে পরিচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ