শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো যৌগের অণুতে 4n সংখ্যক π ইলেকট্রন (যেখানে n = 1, 2, 3 ...... ইত্যাদি) এবং অবিচ্ছিন্ন p অরবিটালবিশিষ্ট সমতলীয় বলয় উপস্থিত থাকলে যৌগটিকে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলা হয়। সুতরাং যেসব যৌগের অণুতে উপস্থিত সমতলীয় 4টি (n = 1), ৪টি (n = 2), 12 টি (n = 3) ইত্যাদি সংখ্যক π ইলেকট্রন থাকে সেগুলি অ্যান্টি অ্যারোমেটিক যৌগরূপে আচরণ করে। যেমন– সাইক্লোবিউটাইইন, সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ