একটি নির্দিষ্ট পরীক্ষাকালীন অবস্থায় প্রভাবকের উপস্থিতিতে কোনাে উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় যে সাম্যাবস্থা সৃষ্টি হয়, সমপরীক্ষাকালীন অবস্থায় বিক্রিয়াটিকে প্রভাবকের অনুপস্থিতিতে সম্পন্ন করলে সেই একই সাম্যাবস্থা পাওয়া যায়। কাজেই সমপরীক্ষাকালীন অবস্থায় প্রভাবকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আপেক্ষিক পরিমাণ অভিন্ন হয়। তবে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার সাম্যাবস্থা দ্রুত অর্জিত হয়।