শেয়ার করুন বন্ধুর সাথে

আপনাকে ব্যাপারটা সাইকোলজিক্যালি বোঝাতে হবে।দেখুন, স্বপ্ন কিছুই নয়,, এটা হল সারা দিনের চিন্তা ভাবনার একটু অংশ হিসেবে। যেমন ছাত্র জীবনে ছাত্ররা পরিক্ষার আগে ঘুমিয়ে স্বপ্ন দেখে, তার বেশিরভাগই স্বপ্নে এটাই দেখে যে আমি পরিক্ষা দিতে গিয়েছি,, কিন্তু গিয়ে দেখি পরিক্ষা শেষ। বা পরিক্ষায় আমি লিখতেই পারছি না। বন্ধুরা সব পরিক্ষা দিয়ে চলে গেছে! এগুলা স্বপ্ন যে আপনি দেখবেনই তার কোন মানে নেই।কিন্তু বেশিরভাগ ছাত্রই পরিক্ষার আগে এরকম স্বপ্ন দেখে। তো এই রকম স্বপ্ন দেখে বলেই কি সে পরিক্ষায় ওই স্বপ্নের মত অবস্থা হয়?অথচ সারাদিন একবারো এমন কিছু ঘটার টেনশনটাই ছাত্র মাথায় আনে নি ।তাহলে কিভাবে এলো এই স্বপ্ন ?এর জবাব হল কৌতূহলী মস্তিষ্ক!!আর এই রকম মস্তিষ্ক, শুধু কিশোর জিবনেই থাকে। ////////////////////// এই উদাহরণ থেকে এটাই বুঝা যায় যে আপনার এই স্বপ্নের কোনো ভিত্তি নেই।আপনি এব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।আপনি স্বপ্নের কথা ভুলে যান। আপনি আন্সবাংলাকে ভালবাসেন আর প্রতিদিন যে কার্যক্রম করেন, তা আপনার মস্তিষ্কতে থাকে,, অনেকটা পরিক্ষার আগ মুহুর্তের দিনটার মতো।যার কারণে মস্তিষ্ক আপনাকে অন্যরকম স্বপ্ন ফিল করায়। কয়েক দিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে, মানুষ তার মনের কথা শুনতে পায়। কথাটা শুনতে হাস্যকর মনে হলেও এটার সমাধান আমি তাকে দিয়েছিলাম।জানিনা আজকে আপনাকে কতটুকু বুঝাতে পারলাম।কিন্তু আমার বিশ্বাস,আপনি আমার কথা গুলো বুঝতে পেরেছেন।ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ