শেয়ার করুন বন্ধুর সাথে

নিউরোসিস হলো একটা মানুসিক রোগ যা কিছুটা হেলুসিনেশন  ও ডিল্যুশন  এর সাথে মিলে যায় তবে ইল্যুশন   ডিল্যুশন আর হেলুসিনেশন মোটেও এক জিনিস না। একটা ভ্রান্ত প্রত্যক্ষণ, আরেকটা ভ্রান্ত বিশ্বাস এবং তৃতীয়টা একেবারেই অলীক প্রত্যক্ষণ, মানে একেবারেই বাস্তব কোনো উদ্দীপক ছাড়াই কিছু অনুভব করা বা প্রত্যক্ষ করা।  মূলত নিউরোসিস, ইল্যুশন,   ডিল্যুশন আর হেলুসিনেশন  এগুলো মানুসিক সমস্যা বা মানুসিক রোগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ