শেয়ার করুন বন্ধুর সাথে

কর্পূরের ব্যবহারমশা কর্পূরের গন্ধএকেবারেই সহ্য করতে পারেনা। আপনিযেকোনো ফার্মেসীতে গিয়েকর্পূরের ট্যাবলেট কিনে নিতেপারেন। একটি ৫০ গ্রামেরকর্পূরেরট্যাবলেট একটি ছোট বাটিতে রেখেবাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপরএটি ঘরের কোণে রেখে দিন।তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়েযাবে। দুদিন পর পানি পরিবর্তন করুন।আগের পানিটুকু ফেলে দেবেন না। এইপানি ঘর মোছার কাজে ব্যবহার করলেঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তিপাবেন।২। লেবু ও লবঙ্গের ব্যবহারএকটিগোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপরকাটা লেবুর ভেতরের অংশেঅনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুরমধ্যে লবঙ্গের পুরোটা শুধুমাত্র মাথারদিকের অংশ বাইরে থাকে এমনভাবেলবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুরটুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরেরকোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশকয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তথাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরেরমশা একেবারেই দূর হয়ে যাবে। আপনিচাইলে লেবুতে লবঙ্গ গেঁথেজানালার গ্রিলেও রাখতে পারেন।এতে করে মশা ঘরেই ঢুকবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ